প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন নিশ্চয় আশা করি ভাল আছেন তোমাদের দোয়া ও ভালবাসায় আমি খুবই ভালো আছি আমি তোমাদের মাঝে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ।
আজকের মূল আলোচনার বিষয়টি হচ্ছে গুগল সার্চ কনসোল Google Search কি এবং কিভাবে কাজ করে বিস্তারিত বিষয় গুলো যদি তুমি জানতে আগ্রহী হয়ে থাকো তাহলে একদম শেষ পর্যন্ত লক্ষ্য করো।
গুগল সার্চ কনসোল কি ? এবং কিভাবে কাজ করে
Google Search Cansole একাউন্ট সম্পর্কে আমাদের বিস্তারিত জানতে হবে যদি আমরা ওয়েব সাইট নিয়ে কাজ করে থাকে এবং গুগলের সাথে যদি আমরা কাজ করে থাকি এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
Google search console
তোমাদের মাঝে আমি শেয়ার করতে যাচ্ছি গুগোল সার্চ কনসোল একাউন্ট কিভাবে তৈরি করতে হবে এবং কিভাবে গুগল সার্চ করুন এর সাথে ওয়েবসাইট যুক্ত করা হয়েছে কিভাবে সাইটম্যাপ তৈরী করে সাবমিট করতে হয় এ থেকে শুরু করে বিভিন্ন রকম বিষয়গুলো।
গুগল সার্চ কনসোল একাউন্ট তৈরি করার নিয়ম
যদি সার্চ কনসোল একাউন্ট তৈরী করতে চান https://search.google.com/search-console?utm_source=about-page এই লিংকটি কপি করে একটি উইন্ডো ওপেন করে পেস্ট করে ভিজিট করতে হবে এরপর তুমি দেখতে পাবে স্টার্ট নাও নামের একটি অপশন এখানে তোমাকে ক্লিক করে তোমার জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
গুগোল সার্চ কনসোল এ ওয়েবসাইট যোগ করার নিয়ম
এখন আপনি জানতে পারবেন কিভাবে গুগল সার্চ কনসোল একাউন্টে ওয়েবসাইট যোগ করতে হয় বিশেষ করে তুমি যদি Blogger ওয়েবসাইট তৈরি করে থাকে সে ক্ষেত্রে তোমাকে কাস্টম ভাবে ওয়েবসাইট URL দিয়ে যোগ করতে হবে।
ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করো তাহলে সে ক্ষেত্রে site kit by Google এই ফাইলটি ইন্সটল করার মাধ্যমে কিংবা Yoast SEO Plugin এর মাধ্যমে সহজে গুগল ওয়েবমাস্টার টুল এর ওয়েবসাইট যোগ করা যায়।
Sitemap কিভাবে গুগল সার্চ কনস্যুলেট যোগ করতে হয়
সাইটম্যাপ যদি তুমি গুগোল সের্চ কনসলে যোগ করতে চাও সেই ক্ষেত্রে Yoast এসইও প্লাগিন এর মাধ্যমে সাইটম্যাপ তৈরী করে নিতে হবে সাইট ম্যাপ দেখার জন্য তোমাকে যেতে হবে।
Yoast SEO Plugin dashboard এরপর আপনাকে যেতে হবে general এখানে ক্লিক করার পর যেতে হবে Features এই অপশনটিতে এখানে বেশ কিছু অপশন আপনি দেখতে পাবেন XML sitemaps এখান থেকে আপনাকে আপনার ওয়েবসাইটের সাইটম্যাপ কপি করে গুগল সার্চ কনসোল লগ ইন করে সাইট ম্যাপ এর উপরে ক্লিক করে এখানে সাবমিট করে দিতে হবে।
গুগল সার্চ কনসোল পোস্ট ইন্ডেক্স হয় না কেন
সার্চ কনসোল একাউন্টে আপনি যদি সম্পূর্ণ বিষয়গুলো সেটআপ না করেন এছাড়া সার্চ কনসিল একাউন্টে বিভিন্ন ধরনের সমস্যা জমে থাকে এগুলো যদি সমাধান না করে সে ক্ষেত্রে কখনো আপনার ওয়েবসাইটের আর্টিকেলগুলো গুগলে ইনডেক্স হবে না।
গুগল সার্চ কনসোল এবং গুগল এনালাইটিক্স
Google Search Console সাথে যদি গুগল এনালাইটিক্স একাউন্ট যোগ করতে চান সেটি কিভাবে করতে হয় এই বিস্তারিত বিষয় গুলো নিয়ে গুগল এনালাইটিক্স একাউন্ট সম্পর্কে একটি বিস্তারিত আর্টিকেল লেখা হয়েছে আপনি যদি জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে নিচের বাটনে ক্লিক করে দেখুন।
Google Analytics ( গুগল এনালাইটিক্স ) link bosbe
বন্ধুরা আমি যতটুক সম্ভব চেষ্টা করেছি Google সার্চ কনসোল কিংবা গুগল এনালাইটিক্স এবং গুগল এডসেন্স সম্পর্কে যাবতীয় তথ্য গুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য এছাড়া আপনি যদি ওয়েবসাইট সম্পর্কে আরও বিভিন্ন রকম তথ্য গুলো জানতে আগ্রহী হয়ে থাকেন আমাদের ওয়েবসাইটে ওয়েবসাইটে ক্যাটাগরি রয়েছে এখানে ক্লিক করেন বিস্তারিত বিষয়গুলো জেনে নিতে পারেন।
এছাড়া টিপস-এন্ড-ট্রিকস সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইট আপনার বোঝার সুবিধার্থে বাংলা টিউটোরিয়াল গুলো পাবলিশ করে থাকি আমাদের সাথে থাকুন ধন্যবাদ।
You must be logged in to post a comment.